Love status bangla :
**হাজার তারা চাই না আমি, একটা চাঁদ চাই। হাজার ফুল চাই না আমি, একটা গোলাপ চাই। হাজার জনম চাই না আমি, একটা জনম চাই, সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।**
**জানিনা তুমি কে, আর কেনই বা ডাকি তোমায় আমি। তোমার জন্য নিশি জাগি আর একলাই বসে থাকি, তুমিতো অদেখা সেই স্বপ্ন, তুমি আমার কল্পনার রাজকুমারী।**
**তুমি আছো বলে মন ফুরফুরে, সঙ্গে চিপস কুরকুরে। তুমি হাঁসো বলে বৃষ্টি রিমঝিম, কখনো পেপসি, কখনো আইসক্রিম। তুমি বন্ধু বলে এত পাগলামি, বন্ধু তুমি বড়ই হারামি।**
**তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা, তুই বললে বাঁচতে পারি অক্সিজেন ছাড়া। পৃথিবীকে লুটাতে পারি বন্ধু তোরই পায়, এবার তুই বল, এভাবে আর কতো মিথ্যে বলা যায়… ! ! ! **
**জীবনটা ধরো সাগর, আর হৃদয় তার তীর। তুমি হলে সাগর। তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে তবে ব্যাপার হলো সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে… ? ? ? **
**একটা সত্যিকারের ভালোবাসা, একটা অসহায় জীবনকে নতুন করে রূপ দিতে পারে, আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে।**
**ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন। পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সেই ভালোবাসা জীবনের মধ্যে বিদ্যমান থাকে।**
**ফুল যদি পারে ভালোবাসা শিখাতে, চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে, তুমি কি পারবেনা শত কষ্টের মাঝে আমাকে ভালোবাসতে… ? ? ? **
**ঘর সাজাবো আলো দিয়ে, মন সাজাবো প্রেম দিয়ে, চোখ সাজাবো স্বপ্ন দিয়ে, হাত সাজাবো মেহেন্দি দিয়ে, আর তোমায় সাজাবো আমি, আমার ভালোবাসা দিয়ে…**
**কতো সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভালোবেসে হারাব দুজন। মায়াবী তোমার আখি, দিওনা আমায় ফাঁকি। সুন্দর তোমার হাসি, আমি তোমায় ভালোবাসি।**
**মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই। ঘুরবো পথে লয়ে তারে, তোমারে জানাই।**
**মনের নীল খামে, প্রথম চিঠি তোমার নামে। তাও আবার মনে মনে, পাঠিয়েছি মোবাইল ফোনে। পরে দেখো শেষ লাইন, মিস করছি তোমায়…**
**ভালোবাসা যদি হয় দামি, তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি ? ভালোবাসা যদি হয় জীবনের নাম, তবে কেন অকালে ঝরে যায় হাজারো মানুষের প্রাণ…**
**জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে।**
**গোলাপ যায় শুকিয়ে, চাঁদ যায় লুকিয়ে। দিন যায় ফুরিয়ে, পাখিরা যায় উড়িয়ে। কথা দিলাম বন্ধু তোমায় দেবো না আমি হারিয়ে। যদি রাখো তোমার হৃদয়ে, থাকবো আমি তোমার হয়ে…**
Read more: 101 Romantic Love Messages For Wife
**হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজও, ভালোবাসি তারে। ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি, কি করে বোঝাবো তারে, আমি তাকে কতটা ভালোবাসি… ! ! ! **
**চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি, মন জমিনে নামিয়েছিলো মুসল ধারায় বৃষ্টি। তোর ঠিকানায় আছি আমি, মন পাড়াতে ঘুরি। সেদিন থেকে, যেদিন নিলি মনটা করে চুরি।**
**গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি, সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি। ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে, তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে…**
রোমান্টিক ছন্দ স্ট্যাটাস :
**বিয়ের পর দু ’ জনাতে যাবো হানিমুনে। সেখানেতে মনের কথা, কইবো মনে প্রাণে।**
**পথের পানে চেয়ে চেয়ে দিন কেটে যায়। কখন তুমি আসবে ওগো, বলো না আমায়…**
**কত স্বপন দেখছি আমি, তোমায় নিয়ে মনে। কি যে হবে পরিণামে, ভাবছি সারাক্ষনে।**
**তোমার সাথে দেখা আমার, বহুদিনের পরে। কেমন ছিল এতদিন, তুমি আমায় ছেড়ে…**
**সত্যি করে বলো দেখি, একটা কথা মোরে। বিয়ের পর মারবে নাতো, আমায় ধরে ধরে।**
**টানছো কেন আঁচল ধরে, সবাই দেখে নেবে। বিয়ের পরে আমায় তুমি, আপন করে পাবে।**
**তোমার চিঠি পরতো যদি, আমার বাবার হাতে। ঘরের বাইরে আমাকে আর দিত নাকো যেতে।**
**এবার তুমি রাগ করো না, করো নাকো ভঙ্গি। আজই তোমায় নিয়ে যাবো, দেখতে অমরসঙ্গী।**
**তোমায় আমি ভালোবাসি, বলতে পাই লাজ। মনে বহু সাহস ভরে, চিঠি দিলাম আজ।**
**মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই। ঘুরবো পথে লয়ে তারে, তোমারে জানাই।**
**রূপের তুলনা নাইকো তোমার, তুমি যে অপরুপা। কিছুতেই তো যায়না ভোলা, ক্ষনিকের সেই দেখা।**
**তোমার মুখে মিষ্টি হাসি, ভুলতে পারি নাই। তাইতো আমি তোমার আশায়, পথের পানে চাই।**
**তোমার আশায় বসে আছি, পথ পানে চেয়ে। আসবে কবে আমার কাছে, ওগো সোনা মেয়ে।**
**চোখে চোখে দু ’ জনায়, যেদিন দেখা হলো। পারলাম নাতো বলতে কিছু, অনেক বলার ছিল।**
**রাতে শুয়ে ঘুম আসে না, ভেবে তোমার কথা। কবে তুমি আসবে বলো, আমার সাথে হেথা…**
**তোমার মতন পাশে যদি, পেতাম জীবনসাথী। আশা মোর পূর্ণ হতো, হতাম বেশি খুশি।**
**হাতে তোমার হাতটি দিলে, হৃদয় খুশি হয়। প্রেমের পরশ সোনার পরশ, একই মনে হয়।**
**তুমি আমার প্রেমের রানী, আমি প্রেমের রাজা। সেই প্রেমের স্বর্গে মোরা, রই যে একা একা।**
**মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই। ঘুরবো পথে লয়ে তারে, তোমারে জানাই।**