Home / Best Whatsapp Status / Bangla Status For Facebook and WhatsApp in Bengali Font Quotes

Bangla Status And Quotes Collection For Facebook And WhatsApp

Tips in Bangla Providing you best Bangla status for facebook, WhatsApp and other social network. There are many people who prefer to give their Bangla status ( বাংলা স্ট্যাটাস ) on WhatsApp or facebook. But sometimes they do not find the Bengali status of their choice. here are some of the Bangla status given to you, which will stir your mind .
Bangla Status For Whatsapp Facebook
here you will get all types of Bangla Status, Quotes for Whatsapp and Facebook ( Fb ). such as quixotic status, deplorable condition, love status, center touching condition, bangla curious status, bengali romantic status, bengali sexual love status, bengali position status for facebook, Fb status bengali about life, funny story bengali facebook status, facebook status bengali to english, fb condition bengali attitude, etc. You can share this condition collection with your front-runner person, girlfriend, boyfriend, loved once without any hesitation .

Best Bengali status For Wh atsapp

সব ফুলে যেমন হোয়না পূজা
সব মন তেমন যাইনা বোঝা
ভুলের কলি দিয়ে শুরু জীবন আমার
পেতে গিয়ে তোমাকে হারিয়েছি বার বার
নিঃস্ব করেছি আমি আজ নিজেকে
দিন রাত্রি নিশি ভেবে তোমাকে,

sob fule jemon hoyna puja
sob mon temon jaina bojha
vuler koli diye suru jibon amar
pete giye tomake hariyechi bar bar
nisso korechi aj ami nijeke
commotion ratri nishi vebe tomake
ভুলতে পারি তোমায় দেখে দুঃখ গুলো সব
তুমি আমার মনের মানুষ হৃদয়ের অনুভব
বুকের ভিতর প্রতিটি প্রহর থাকে শুধু একটি আশা
আর কিছু নাপাই তোমাকে কাছে চায় এক জীবনের ভালোবাসা,
bhulte pari tomay dekhe dukho gulo sob
tumi amar moner manush hridoyer onuvob
buker vitor protiti prohor thake sudhu ekti asha
argon kichu na pai tomake kache chai ek jiboner bhalobasa
নানা রঙের কতো মানুষ আছে এই দুনিয়ায়
কে আসল কে নকল বোঝা বড়ো দায়
nana ronger koto manush hurt ei duniyay
ke asol ke nokol bojha boro day
কাঁটার আঘাত চাইনা আমি চেয়েছি ফুলের মালা
আপন মানুষ পর হয়েছে ভালোবাসা এখন পুতুল খেলা
qatar aghat chaina ami cheychi fuler mala
apon manush por hoyeche valobasa ekhon putul khela

Bangla Cute Status For Facebook

দূরের আকাশ খোঁজে মেঘের মায়া
রোদের দুপুর খোঁজে শান্ত ছায়া
আমার দুচোখ খোঁজে তোমাকে
ছিলে তুমি থাকবে শুধু আমার এই বুকে,
তোমাকে ছেড়ে কোনো সুখ চাইনা আমি
আমার প্রাণের চেয়ে তুমি বেশি দামি,
durer akash khoje megher maya
roder dupur khoje shanto chaya
amar duchokh khoje tomake
chile tumi thakbe sudhu amar ei buke
tomake chere kono sukh chaina ami
amar praner cheye tumi beshi dami
দিনের সূচনায় রাতের জোছনায়
ছায়া হয় থাকবো পাশে
তোমারই ভাবনায় মনের আঙিনায়
স্বপ্নেরা বাঁসা বাধে,
পরো যদি বুজে নিও ইচ্ছে গুলো সাজিয়ে দিও
আমার মনকে একটু ভালোবেসে,
diner suchonay rater jochonai chaya hoye thakbo pase,
tomar vabonay moner anginay sopnera basa bandhe
paro jodi bujhe niyo echche gulo sajiye diyo amar monke ektu valobese
Bangla Status For facebook
দুই নোয়নে আছে জমা কতো মধুর স্বপ্ন
তবু আজও এলোনা সুখ ভরানো লগ্ন
couple noyone hurt joma koto modhur sopno
tobu ajo elona sukh bhorano logno
যার নয়ণে রেখে নয়ণ দেখেছিলাম সুখের স্বপন
সেই আমায় পর ভাবলো করলো না আপন
কাঁদে আকাশ কাঁদে বাতাস কাঁদে পোড়া মন
ভালোবাসা এমনি হয় শুধু ব্যথার শ্রাবণ
clash noyone rekhe noyon dekhechilam sukher sopon,
sei amake por vablo korlona apon,
kande aksh kade batash kade pora mon
bhalobasa emoni barge sudhu byathar shrabon ,

Romantic Smile Status Bengali Font

মন হলো এক মায়াবী পাখি
তাকে কখনও বন্দী করে রাখা যাইনা
সর্বদা সে ছুটে চলে সেখানে
যেখানে আছে ভালোবাসার ঠিকানা,
monday holo ek mayabi pakhi
take kolhono bondi kore rakha jay na
sorboda se chute chole sekhane
jekhane ache valobasar thikana
কখনও যদি তোমার পৃথিবী হারিয়ে ফেলে তার সীমানা
শূন্যতা এসে বুকে বাঁধে বাসা আঁধারে ঢেকে যায় জোছনা
আমি হবো তোমার সেই পথে আলো দেখানোর দিশারী
kokhono jodi tomar prithibi hariye fele mariner simana
sunyota eshe buke badhe basa adhare dheke jay jojhona
ami tramp tomar sei pothe alo dekhanor dishari
চাঁদের মতো একটি চাঁদ আমার আছে
ভালোবাসার স্বপ্ন হয়ে আমারি কাছে
আকাশের চাঁদ থাকে অনেক দূরে
আমার চাঁদ থাকে আমার অন্তর জুড়ে,
chader moto ekti chand amar ache
valobasar sopno hoye amari kache
akasher chand thake onek dure
amar chand thake amar ontor jure .
মেঘলা আকাশে বৃষ্টি হয়ে আসবো
রাতের বাতাসে জোৎস্না হয়ে ভাসবো
বসন্ত বাতাসে তোমাকে ভালোবাসবো
megher akashe bristi hoye asbo
rater batase jochona hoye asbo
bosonto batase tomake valobasbo
যদি একদিন হটাৎ আবার
দেখা হয়ে যায় তোমার আমার
তুমি পারবে কি চিনতে বলো !?
অমেক নতুন করে আর একবার,
jodi ekdin hotat abar
dekha hoye jay tomar amar
tumi parbeki chinte bolo ! ?
amake notun kore are ekbar .

Bangla Facebook Status Quotes

ক্ষনিকের সেই দেখা চোখে চোখে চেয়ে থাকা
ভোলেনি আজও মন আলাপ তোমার মায়া মাখা
চেয়ে ছিলে দুনয়নে অপলক দৃষ্টিতে
ভরে ছিলো হৃদয় আমার ভালো লাগার বৃষ্টিতে
khoniker sei dekha chokhe chokhe cheye thaka
voleni ajo mon alap tomar mayan makha
cheye chili dunoyone opolok dristite
vore chilo mon amar valo lagar britite .
ছায়া হয়ে মায়া হয়ে তোমার কাছে রবো
ভালোবাসার দুঃখ সুখে তোমাতে হারাবো
দুজনাতে গড়বো ছোটো ছোটো সুখের আশা
নাম তার রেখে দেবো অন্তরের ভালোবাসা
bangla facebook status quotes
chaya hoye maya hoye tomar kache robo
valobasar dukho sukhe tomate harabo
dujonate gorbo choto choto sukher asha
nam mariner rekhe debo ontorer bhalobasa
নাওনা আমাকে তুমি আপন করে
রাখোনা আমাকে তোমার মনের ঘরে
কাটেনা সময় আমার কিছুতেই তুমি ছাড়া
তুমি বিনা পৃথিবী লাগে আজ দিশেহারা,
চোখের তারাই নিয়ে সুখের অনেক স্বপ্ন
বইবো প্রেমের তরী হয়ে দুজনে মগ্ন,
naona amake tumi apon persephone
rakhona amake tomar moner ghore
katena somoy amar kichutei tumi chara
tumi bina prithibi lage aaj dishehara
chokher tarai niye sukher onek sopno
boibo premer torus hoye dujone mogno

Whatsapp Status In Bengali

তুমি আছো সারাক্ষন আমার প্রাণে
স্বপ্ন ভরানো মান অভিমানে
তুমি আমার জীবনের সুখের তিথী
হোয়োনা কখনও তুমি দুঃখের স্মৃতি
আমার আছো আমার থেকো সারা জীবন ধরে
হাসি হয়ে কান্না হয়ে শুধু আমার অন্তরে,
tumi acho sarakhon amar prane
sopno vorano man ovimane
tumi amar jiboner sukher tithi
hoyona kokhono tumi dukher sriti
amar acho amar teko sara jibon dhore
hasi hoye kanna hoye sudhu amar ontore
তুমি হলে আমার ভোর সকাল
মায়াবী অচেনা রাত মাতাল
তোমার মাঝে যখন তখন
হারায় আজ কাল
একই আকাশ দুজনারই
একই আমাদের শহর
ভালোবাসার বৃষ্টিতে আজ
ভেজাবো প্রহর,
tumi hole amar vor sokal
mayabi ochena informer matal
tomar majhe jokhon tokhon
haray aaj kal
eki akaah dujonari
eki amader sohor
valobasar bristite aj
vejabo prohor ,
গোলাপের কাটা আমাকে দিলে
নিজে শুধু ফুল টুকু তুলে নিলে
ভালোবেসে কাছে এসে করেছিলে আপন
মিথ্যা করে দেখিয়ে ছিলে ভালোলাগার স্বপন
সবই তোমার অভিনয় ছিলো বোঝেনি মন,
golaper kata sudhu amai dile
nije sudhu fula tuku tule nile
valobese kache east southeast korechile apon
mithya persephone dekhiyechile valolagar sopon
sobi toar ovinoy chilo bojheni ei monday .

Bangla love condition quotes

স্বপ্নে যে তুমি জীবনে যে তুমি
তুমি আমার চিরসাথী
ব্যাকুল মনের খাতায় আমি
তোমার ছবি আঁকি
পূর্ণিমা রাতে চাঁদের মতো
জোছনা হয়ে থাকো
সূর্যের মতো আলো দিয়ে
আমার জীবন ভরে থাকো,
sopne je tumi jibone je tumi
tumi amar chirosathi
byakul moner khatay ami
tomar chobi anki
purnimar rate chader moto
jochona hoye thako
surjer moto alo diye
amar jibon bhore thako
কষ্ট ছুয়ে দেখো আমি স্বপ্ন হব
স্বপ্ন হয়ে তোমার মন সাজাবো
দুঃখ ছুয়ে দেখ আমি বৃষ্টি হব
বৃষ্টি হয়ে তোমার অন্তর ভেজাবো
রাত্রি ছুয়ে দেখি আমি জোছনা হবো
জোৎস্না হয়ে তোমার হৃদয় ভরাবো
kosto chuye dekho ami sopno tramp
aopno hoye tomar mon sajabo
dukho chuye dekho ami bristi tramp
bristi hoye tomar ontor vejabo
ratri chuye dekho ami jochona tramp
jochona hoye tomar hridoy vorabo
হৃদয় আমার হতে চায় হিমালয় পাহাড়
চোখের কোণে স্বপ্ন গুলো কথা বলে তোমার
ভালোবাসার সীমানায় তুমি আমার ঠিকানা
তুমি ছাড়া আর কিছু পাগল মন বোঝেনা
আছে যত মনের কথা বলবো অনুভবে
হৃদয় আছে অপেক্ষায় তুমি কবে আমার হবে,
hridoy amar hote chay himaloy pahar
chokher kone sopno gulo kotha bole tomar
valobasar simanay tumi amar thikana
tumi chara are kichu pagol monday bojhena
ache joto moner kotha bolbo onuvobe
hridoy ache opekhay tumi kobe amar hobe

Bangla attitude status for facebook

In this department, we providing all of you the best Bengali attitude status for facebook and Whatsapp. This will make help to your facebook and Whatsapp profile is more attractive and receivable .
যে আমাকে বুঝবে সে আমাকে ঠিক খুঁজবে।
Je amake bujhbe se amake khujbe .
bangla attitude status and caption for facebook
যখন কেউ আমাকে তার attitude দেখায়
আমি সেটা দারুন ভাবে injoy করি,
কারণ, বোঝা যায় যে আমাকে মুগ্ধ করার জন্য তাদের এই প্রয়াস।
আর এটাই আমার attitude.
আমার ব্যক্তিত্ব আমার উপর ঠিকই মানায়
এবং অন্যেরা আমাকে নিয়ে কি ভাবে
সেট তাদের উপর নির্ভশীল।

amar byaktito amar upor thiki manay,
onyera amake niye ki bhablo seta tader upor nirvorshil .
সব মানুষের কোথায় মনোযোগ না দেয়াই ভালো
সবার কথা মানলে আমার আমিকে খুঁজে পাবনা,
শুধু তাদের নিয়েই ভাবতে হবে।
sob manuser kothay monojog na doyai valo
sobar kotha manle amar amike khuje pabona,
sudhu tader niyei vabte hobe .
আমার attitude ফেসবুক খুঁজে পাবেনা
বৃথা কষ্ট না করে আমার হৃদয়ে খুঁজে দেখো।
amar position fa ti khuje pabe na
britha kosto na kore amar hridoye khuje dekho .
মানুষের মধ্যে অহংকার থাকা অত্যন্ত জরুরি,
তবে সেই অহংকার কখনোই যেনো প্রকাশ না পায়।
manuser modhye ohinkar thaka otonto joruri,
tobe sei ohinkar kokhonoi jeno prokash sodium pay .
নিজেকে অন্যের মতো করে সাজিয়ে কি হবে?
ঈশ্বর আমাকে আমাকে যেটুকু দিয়েছেন
সেটুকুই আমার জন্য যথেষ্ঠ।
nijeke oneyer moto kore sajiye ki hobe ?
ishwar anake jetuku diyechen
setukui amar jonno jothestho .
আমার facebook profile ঘেটে আমাকে বোঝার চেষ্টা কোরোনা।
আমাকে বেশি বোঝার চেষ্টা করলে হয় নিজে পাগল হয়ে যাবে,
নাহলে আমাকে ভালবেসে ফেলবে।
amar fb visibility ghete amake bojhar chesta korona
amake besi bojhar chesta korle barge nije pagol hoye jabe
nahole amake valobese felbe .
ভালোবাসার জন্য আমার কোনো মানব মানবীর মনের প্রয়োজন নেই।
জল স্থল সবুজ বৃক্ষরাজি আর ভুবন ভরা প্রাকৃতিক সৌন্দর্য,
আমার জন্য যথেষ্ট তারাই আমার প্রেমের উৎস।
valobashar jonno amar kono manob manobir moner proyojon nei
jol sthol sobuj brikkhoraji argon vubon bhora prokritir sundorjo
amar jonno jothestho tarai amar premer utso .
আমি অতি সুন্দর না যে নিজেকে নিয়ে অহংকার করবো
তবে আমি আমার মনের দিক দিয়ে মহান যা আমার গর্ব।

what is attitude ?

attitude হলো ব্যক্তির একটি cushy মনোভাব
যেটা বেড়ে গেলে পরিবর্তন হয় মানুষের স্বভাব,
নিজের position রাখো নিজের আওতায়
এটি কখনও অন্যের দুঃখের কারণ না হয়ে দাড়ায় ,
Ami oti sundor na je nijeke niye ohonkar korbo
tobe ami amar moren dik diye mohan ja amar gorbo .
পাখি কখনও বাতাসের দিক পরিবর্তন করতে পারে না,
কিন্তু পাখনার সাহায্যে সহজেই সে তার দিশা পরিবর্তন করতে সক্ষম।
Pakhi kokhono bataser dik poriborton korte pare sodium,
kintu pakhnar sahajye sohojei selenium tar disha poriborton korte skin .
facebook এ কথা বলি তাই বলে এই নয়, WhatsApp নম্বর দিতে হবে!
আপনার attitude ঠিক রাখুন।
fb ti kotha boli tai bole ei noy
WhatsApp count tantalum dite hobe
aponar attitude thik rakhun .

Fb ( facebook ) condition Bangla about life

In this paragraph, we share with you about animation status for facebook and Whatsapp in Bangla language .
আমাদের জীবন একটি সাইকেলের মতো
সবসময় ভারসাম্য বজায় রেখে চালাতে হবে
এবং এই ভাবেই সমতা বজায় রেখে
আরো এগিয়ে যেতে হবে জীবনের পথে।
amader jibon ekti cycler moto
sob somoy varsamyo bojay rekhe chalate barge
ebong ei vabei somota bojay rekhe
aro egiye jete hobe jiboner pothe .
মানুষ তার জীবনের আনন্দের মুহূর্তের থেকে
দুঃখের মুহূর্ত ও স্মৃতি গুলোকে বেশি মনে রাখে।
Manus pitch jiboner anonder muhurter theke
dukher muhurto o sriti guloke beshi mone rakhe .
এখন এই দিন শুধুই রঙিন চলা এক সাথে
আগামীর পথ ভাঙবে শপত সময়ের খাতে
থাকবে পড়ে শুধুই স্মৃতি বাকি সবই হবে ইতি
যে মানুষের জিবনে দুঃখ যত বেশি
সে মানুষ জীবনকে ততো বেশি চেনে।
Je manuser jibone dukho joto beshi
se nanush jibinke toto beshi chene .
জিবনে যদি দুঃখ না থাকে
তবে আনন্দের কোনো অস্তিত্ব নেই।
jibone jodi dukho na thake
tobe anonder kono ostitto nei .
জীবনে সফলতা অর্জন করার জন্য
দুটি জিনিসের অত্যন্ত প্রয়োজন;
:অজ্ঞতা এবং আত্মবিশ্বাস:
Jibone sofolota orjoner jonno
diti jiniser ottonto proyojon
oggota ebong atmobiswas .
চাওয়া পাওয়ার এই রঙের মেলায়
কি হবে হিসাব করে জীবন খেলায়
তুমিও থাকবেনা আমিও রইবনা
থেকে শুধু আলাপ আর জানা শোনা।
ক্লান্ত জীবনের প্রহর গুলো এখনও থমকে দাড়ায়
অতীতের ফেলে আসা সময় গুলো গোপনে কাদায়,
যতোদিন বেঁচে থাকতে হবে থাকবে বুকে হারানোর শোক
তবুও করবো না কোনোদিন কোনো অভিযোগ।
জীবনের সকালটা একদিন চুপি চুপি পালাবে
সূর্যটা লাল তার চোখ দেখালেই,
আজ কাঁচা মিঠে রোদে শত প্রাণের মেলা
কিছু পরেই সব কোথায় হারবে।
ক্ষনিকের এই জীবনে এত চাওয়া
কিছু হরানো আর কিছু না পাওয়া
প্রাণ চাই আরো সুখ ধনের পাহাড়
বোকা মন খুঁজে শুধু আনন্দ হাজার,।

Best bio for facebook profile in bengali condition

In this paragraph, the “ Tips in Bangla ” web site is going to give you Bangla bio for Fb condition and quotes. Which you can well set and update on Facebook bio through these Bangla facebook condition. And help make your Facebook profile more attractive .
আমরা প্রতি মুহূর্তে একে অপরের জন্য কৃতজ্ঞ।
amra ptoti muhurte eke oporer jonno kritoggo
পৃথিবীতে দুঃখের কোনো অভাব নেই,
শুধু দুঃখ গুলোকে ভাগ করে নেয়ার মানুষের অভাব।
Prithibite dukher kono ovab nei,
sudhu dukho guloke vagkore neyar manuser ovab .
মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়,
স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয়।
majhe majhe nijeke onek osohay mone barge
starther ei prithibite akta manuo amar noy .
নিঃশ্বাস কে বিশ্বাস নেই
কবে সে এই দেহ ছেড়ে চলে যাবে
কেউ তা জানে না।
Nishwas ke bishwas nei
kobe selenium ei deho chere chole jabe
keu ta jane sodium .
Facebook bio status bangla
সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে,
একটি নিজস্ব পরিচয় গড়ে তুলতে হবে।
Somaje nijeke prothistitho korte hole
Ekti nijosso porichoy gore tulte hobe .
কখনও কখনও একটি অতি ক্ষুদ্র সিদ্ধান্ত
জীবনকে চিরতরে পরিবর্তন করে দিতে পারে,
kokhono kokhono ekti khudro chotto sidhanto
jibonke chirotore poriborton kore dite pare
জীবনের কি দাম আছে মরনে হবে মাটি ছাই
যে কটা দিন রইব শুধু ভালোবাসা দিয়ে যাই।
jiboner ki dam ache morone hobe mati chai
je kota commotion roibo sudhu valobasha diye jai.

জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ হয়না
যেমন মেঘ জমে আকাশে বৃষ্টি হয়না
মাটি কাদে তৃষ্ণায় বুক ভরে বেদনায়
স্বপ্ন গুলো পারি দেয় স্মৃতির ভাবনায়,
Jibaner sob chaoa paoa purno hoyna
jemon megh jome akache bristi hoyna
mati kade trisnay buk bhore bedonay
sopnogulo pari dey sritir vabonay .

if you like this bengali status for whatsapp and fecebook then don ’ deoxythymidine monophosphate forget to contribution your supporter thank you .