পৃথিবীর কোনো, শক্তি আমাদের আলাদা করতে পারবেনা। তোমার ভালোবাসায় নাকি এতো শক্তি, যে সারাটা জীবন, ভালো বেসে আমাকে, আগলে রাখবে। কোথায় গেলো তোমার সেই আমাকে দেওয়া ভালোবাসার প্রতুরশ্রুতি। তাহলে কি সব টাই, তোমার সাজানো গল্প ছিল., ,, ,, ,, ,, ,, নাকি আমার সাথে কোনো প্রতিশত নিলে। কিন্তু কোই জানালেনাতো, আমার ভালোবাসায় এমন কি অপরাধ জনক সময় ছিল, যার জন্য তুমি আমাকে এতটা শাস্তি দিতে বাধ্য হলে, …….আমি আমার এই কষ্ট যন্ত্রণার মধ্যেও, একটু সুখের হাসি হাসতাম। যদি তুমি একটি বার আমাকে বলে যেতে আমি কি অপরাধ করেছি। ভালো বাসা, প্রতিটা জীবনের মেরুদন্ড বললেই, চলে তাই যতটা সম্ভব ভালো বাসাকে, নিজের করে সব সময় আপন ভেবে বুকে আগলে রাখা উচিৎ। কারণ নিজের শরিলের মেরুদন্ড ছাড়া যেমন কেউ, সোজা হয়ে চলতে পারেনা। ঠিক তেমনি ভালোবাসা ছাড়া, বেঁচে থাকার কোনো মানে হয়না। কিন্তু আমাদের জীবনে কিছু কিছু এমন খারাব পরিস্তিতি, এসেযায়। যে। আমাদের খুব অসহায় করেদেয়, চাইলেও তখন আর কিছু করার থাকেনা। পৃথিবীর সব রকম সমস্যা যেন, চার পাস দিয়ে আমাদের ঘিরে ফেলে। মাথা ঠান্ডা রেখে কোনো কাজ করার পরিস্তিতি খুঁজে পাওয়া যায়না। তবুও কিন্তু, মাথা ঠান্ডা করে কাজ করা দরকার। আমরা কিন্তু অনেক সময়, অনেক রকম ভুল ভাল কাজ কর্ম করে থাকি। তার মধ্যে কমন যেটা, সেটা হচ্ছে। আমরা ভালো ভাবে কিছু না বুঝে, ভালো ভাবে চিন্তা ভাবনা, না করেই। বন্ধু বান্ধবের কোথায় বা, জানা অজানা মানুষের মুখে শুনেই, নিজের ভালো বাসার উপর, অভিমান করে বসেথাকি। ভালো বাসায় অভিমানী হওয়াটা ভুলনা, অভিমান আসলে ভালো বাসাকে নতুন করে জন্মদেয়। কিন্তু, নিজের ভালো বাসার উপর অভিমান করার আগে, ঠান্ডা মাথায় একবার, ব্যাপারটাকে যাচাই করার দরকার। আপনার কানে যে তার অভিযোগটা এসেছে, সেটাকি বাস্তব সত্যি, না আবার। আপনাদের ভালোবাসায় কেউ, ইন্টারেস্ট নিচ্ছে, বা কারো সাজানো কোনো চক্রান্ত। আসলে বেপারটা হচ্ছে, আপনার বন্ধু, বা বান্ধব, বা কোনো আপনার পরিচিতির হাত ধরেই কিন্তু আপনার ভালো বাসা। আপনার কাছে এসেছে, বেশির
ভাগেই কিন্তু এটা হয়েথাকে। তাই আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে প্রতিটা কাজ করতে হবে, যদি কারো মধ্যে ভুল হয়ে থাকে তাহলে সেটাকে। সামনা সামনি আলোচনার মধ্যে সমাধান করতে হবে, আর যত তারা তারি সম্ভব এটাকে করতে হবে, ভালো বাসায় ভুল বুঝা বুঝিটা হচ্ছে। শীতের সময়, সর্দি জোরের মতো, কিন্তু আমাদের সর্দি জোর ঠিক করার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, আর ভালো বাসার সর্দি জোরের জন্য, কোথায় যাবেন। এটা একটা এমনি অসুখ, যে -আপনি নিজেই নিজের ডাক্তার। এই অসুস্থতার মধ্যে কেউ আপনার সাহায্য করতে পারবেনা। আপনাকে প্রতিটা পদক্ষেপ খুব চিন্তা ভাবনা করে নিতে হবে, ভালো বাসায় সুখ দুঃখ কষ্ট আর যন্ত্রনা। সব কিছুই কিন্তু কিছুটা নিজের উপর নির্ভর করে, আপনি চাইলেই সব সময় হ্যাপি থাকতে পারেন। আর ভালো বাসায় সব সময় হ্যাপি থাকাটা খুবেই দরকার। জানিনা, হারিয়ে গেছো, কোন দূর অজানায়। জানিনা কি ভুল ছিল, আমার ভাবনায়, তাই পেয়েও হারিয়েছি আজ তোমায়। ভালো বাসায় সুখ দুঃখ কষ্ট, যন্ত্রনা, খুবেই স্বাভাবিক বেপার। কিন্তু কিছুটা, যন্ত্রনা, আর, কষ্ট চাইলেই নিজে থেকে কম করা সম্ভব। ভালো বাসার প্রথোম শত্রু, নিজের কিছু কিছু বন্ধু, নিজের ভালো বাসায় কষ্ট যন্ত্রনা। অনেক সময় খুব কাছের বন্ধুদের জন্যই পেতে হয়, তাই বলে সবাই যে শত্রু তা নয়। ধীরে ধীরে মাথা ঠান্ডা করে ভাবলে। নিজেই বুঝে যাবে যে, আপনার কোন বন্ধু আপনার ভালো বাসার মাঝখানে ভিলেনের রোল করছে না তো……. সময়ের সাথে পৃথিবীতে সব কিছু বদলায়। তাই বলে যদি কেউ মনে করে, ভালো ভাষা বদলায় তাহলে এটা কিন্তু আমাদের ভুল ধারণা। ভালো বাসা বদলায় না., ভালো বাসার সম্পর্ক গুলো কিছু কিছু মানুষের জন্য বদলে যায়, কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে। যারা ভালো বাসার মানেটাই ঠিক বোঝেনা। ভালো বাসা যেমনি সুন্দর তেমনি সুন্দর তার অস্তিত্ব। তার অনুভব, ভালো বাসাকে বুঝতে হলে নিজেকে ভালো বাস্তে শিখতে হবে, জীবনে দুঃখ কষ্ট না থাকলে কিন্তু। ভালো বাসার আসল মানেটা খুঁজে পাওয়া যায়না। প্রিয় পাঠকগণ। এই পোস্টের সমস্ত চিত্রই সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।তাই অনুরোধ। কোনো খারাব মন্তব্য রাখবেন না। পোস্টটি ভালো লেগে থাকলে। অবশ্যই ভালো বেসে একটা লাইক দিবেন। এবং সুস্থে থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। আরো নতুন নতুন পড়ুন এবং দেখুন।
93 % Likes
7 % Dislikes