top 200+ Sad quotes in Bengali | Best Bangla deplorable quotes & Sad Status for WhatsApp
Welcome to our site SmsJagat. Are you searching in google about Sad quotes in Bengali, love sad status bengali, bengali deplorable quotes about life, sad condition bengali ? then you are in a right chopine where we provide the best collection of Love sad condition bengali with photograph caption, বাংলা স্যাড স্ট্যাটাস, হার্ট টাচিং স্ট্যাটাস বাংলা ইমোশনাল ক্যাপশন, Bengali heart breaking very identical deplorable quotes, ডিপ্রেশন স্ট্যাটাস বাংলা, Bangla deplorable status for facebook, whatsapp and lots more .
You can besides read
Are you deplorable ? Are you Feeling upset and Heart broken ? Do you want to share Sad quotes about love and life in your mother lyric Bengali to your girlfriend or wife ? All types of Bengali Sad whatsapp Status quotes, স্যাড ব্রেকআপ স্ট্যাটাস বাংলা, ডিপ্রেশন স্ট্যাটাস বাংলা are given below .
Bangla Sad quotes in English | Bengali sad Status quotes in English baptismal font
প্রথম প্রথম কষ্ট হলেও এখন একা একাই পথ চলে এসেছি আর কাউকে হাত ধরার প্রয়োজন হয় না
Prathom Prathom kosto holeo
ekhon eka ekai poth chole esechi
are kauke haat dhorar proyojon barge sodium
আর ভালোবাসার বিশ্বাস করিনা এখন একা থাকতেই আমি বেশি ভালোবাসি
Ar valobasar biswas kori sodium, ekhon eka thaktei ami besi valobasi
কিছু মানুষজন আপনার জীবনে আসে , আপনার জীবনটা নষ্ট করে তারপর চলে যায়।
Kichu hand jon apnar jibone ase, apnar jibonta nosto kore tarpor chole jay
একমাত্র একা মানুষ গুলোই জানে আঁধারের মধ্যে আবেগ লুকানো আছে যা কখনো আলোয় প্রকাশিত হবে না অন্ধকারেই রয়ে যাবে
ekmatra eka hand guloi jane
andharer modhye abeg lukano ache
ja kakhano aloy prokashito hobe sodium
andhokarei roye jabe
কারও সাথে অসন্তুষ্ট হওয়ার চেয়ে একা সুখী হওয়া ভাল
karo sathe asantusta frost cheye eka sukhi thaka anek valo
কখনও কখনও একা থাকা ভাল, কেউ আপনাকে ক্ষতি করতে পারে না।
Kakhano kakhano eka thaka valo keu apnar khoti korte pare na… .
কখনও কখনও বৃহত্তম হাসিতে সর্বাধিক ব্যথা লুকানো থাকে
kakhno kakhno brihattamo hasite sorbadhik byatha lukano thake… .
হার্ট টাচিং স্ট্যাটাস বাংলা । ডিপ্রেশন ক্যাপশন
মুখের হাসি সব সময় আনন্দের অনুভুতি বোঝায় না, ,, ,
মাঝে মাঝে এটাও বুঝিয়ে দেয়
যে আপনি কতটা কষ্ট লুকাতে পেরেছেন।..
মনে মধ্যে কষ্ট নিয়ে বসে আছি আমি,
ভাবছি শুধু তোমার কথা, ,, ,কোথায় আছো তুমি ? ? ?
কি কারণে এভাবে কাঁদালে আমায়,
সেদিনতো বলেছিলে কোনোদিনও ভুযে যাবে না আমায় ! ! ! !
সবুজ বনের ঐ ছোটো পাখি, বড়োই অবুঝ তারই মন,
কেউ জানেনা জগৎ জুড়ে, ,, কে তার প্রিয় আপনজন,
আপন মনে ঘুরে ফিরে নীল আকাশের বুকে,
তাইতো নিজে দুঃখী হয়ে ও সুখী সবারই চোখে।
সত্যি ভালোবাসার মানুষ তারাই
যারা কখনওই ১০ জন কে না শুধু একজনকেই ভালোবাসে।
বসে আছি আমি একা, ভাবছি তোমায় নিয়ে।
ভাবতে ভাবতে হঠাৎ করে চোখে এল জল।
তুমি জানো আমার এই চোখের জল আনন্দের নয়,
অনেক কষ্টের। আর এই কষ্টের কারন হলে শুধু তুমি।
কেনো দিলে আমাকে এতো কষ্ট ?
আমি তো তোমাকে দেই নি, তবে তুমি
যেন ভাল থাকো, থাকো অনেক সুখে।
মাঝরাতের বোবা কান্না আর চোখের জন কখনওই মিথ্যে হয় না।
কিছু গল্প কখনো শেষই হয়না আমার তোমার মতই অসমাপ্ত হয়ে থেকে যায়।
Sad quotes Bangla about life | Sad status Bangla
কষ্টে ভরা জীবন আমার, দুঃখে ভরা এই মন,
মনের সাথে যুদ্ধ করেই, আছি সারাক্ষন !
তারার মতো থাকি আমি, চাঁদের পাশাপাশি,
আজব এক মানুষ আমি, দুঃখ পেয়েও হাসি !
কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তাকে তুমি আর কাঁদাতে পারবে না।
আমি কখনোই নিজেকে একা অনুভব করি না কারন একাকিত্ব সবসময় আমার সাথে থাকে।
Sad ইমোশনাল স্ট্যাটাস | ইমোশনাল স্ট্যাটাস বাংলা
জীবনের কষ্টের সময়ে আমরা কখনো কখনো জীবনের সেরা শিক্ষাটা পাই
ভালোবাসার মানুষদের দেওয়া সব কষ্টকে মেনে নেওয়া যায়,
শুধু মেনে নেওয়া যায় না তাদের চলে যাওয়ার কষ্টটা।
bengali sad status
একা থাকা কষ্ট পাওয়ার থেকে অনেক বেদনাদায়ক।
কষ্টভরা বুক নিয়ে, কষ্টে বলি কাকে ?
যার কারনে নিস্ব হলাম, সে তো থাকে,
আমার কথা ভুলেই গেছে আজ তো সে অন্য কাউকে বেছে নিয়েছে।তোকেই ভালোবাসি তা বলার হয়তো হাজারটা উপায় আছে, কিন্তু তোকে ঠিক কতটা ভালোবাসি, তা বোঝানোর কোন উপায় আমার নেই।
bengali sad status
কেউ যদি আমাকে ঘৃণা করে তার পরিবর্তে
আমি তাকে ভালোবাসতে পছন্দ করি।
এমন নয় যে তোমার কথাগুলো মনেই পরে না,
ব্যাপারটা হলো আমি তোমায় সেটা বলি না,
তুমি হলে আমার জন্য আমার জীবন,
কিন্তু তুমি বোঝোনা, তাই আর বোঝানোর চেষ্টা করি না।
এ কেমন অবাক পৃথিবীতে বাস করি,
ভালোবাসার কথা বলার মত দুই একজনকে পেলেও,
তা বোঝার মত কেউ নেই ।
তুমি কি জানো তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি ?
হয়তো জানোই না, জানবেই বা কি করে,
তুমিতো কখনোই আমাকে বোঝার চেষ্টা করো নি,
একবার ভালোবাসা দিয়ে দেখো
তোমার জন্য আমার এই জীবনটা দিতে পারি।
কাছের মানুষ গুলোই একদিন দূরে সরে যায় স্বার্থ ফুরিয়ে গেলে।
Best Bengali Sad love quotes That make you Cry
sad sleep together quotes in bengali
Read more: 200 Best Whatsapp Statuses
হারিয়েছি তোমায় কিন্তু তোমার
অনুভূতি আমার সাথেই আছে।
সময় বদলে যায় জীবনের সাথে,
জীবন বদলে যায় সম্পর্কের সাথে,
সম্পর্ক বদলে যায় প্রিয়জনের সাথে,
আপনজন বদলে যায় সময়ের সাথে সাথে।
কষ্টে আমার বুক, কষ্ট আমার মনে।
কত কষ্ট এই মনে, কেউ কি তা জানে ?
কষ্ট আমার হাসির মাঝে, কষ্ট আমার কান্নায়,
তাইতো আমি দিবানিশি ভাসছি কষ্টের বন্যায়।
deplorable quotes in bengali
আমি চাইনা কেউ আমাকে ভালোবাসুক ,
আমি চাই আমার জন্য অপেক্ষা করুক
কারণ ভালোবাসা ও অপেক্ষা মানুষকে হাসায় কম কাঁদায় বেশি।
কষ্টের স্ট্যাটাস বাংলা | Bangla sad condition
ঝরা পাতার বুকের কথা, কে বা জানতে চায় ?
গাছের নিচে পড়ে পড়ে নষ্ট হয়ে যায়,
মনের কথা মনেই থাকে, কষ্ট হয় খুব,
নয়ন জল অঝোরে ঝরে, তবু থাকি চুপ।
ওই বিশাল আকাশের কষ্টগুলো কি মানুষের চেয়েও বেশি ?
ইচ্ছে হলেই তো আকাশ তার মধ্যে জমে
থাকা সমস্ত কষ্টগুলোকে বৃষ্টি হয়ে ঝরিয়ে দিতে পারে ।
কিন্তু মানুষ কি তা পারে ? কিছু মানুষ আছে যারা জমে
থাকা কষ্টগুলো কে অশ্রু হয়ে ঝরিয়ে দিতে পারে না ।
বুকের মাঝে কষ্টগুলো জমাট বেঁধে থাকে ।
আর সেই কষ্টগুলোর ধারন ক্ষমতা ওই বিশাল আকাশেরও নেই ।
কিরে এখনো ওকে ভালোবাসিস ?
ভালোবাসি কিনা জানি না
তবে ওকে ভালোবাসার পর
অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই
মন থেকে মুছে গেছে।
ভালোবাসাটা শুধু শারিরীক হয় না ,
আধ্যাত্বিক ও হয়, যা নিজে না চাইলেও হঠাৎ করে হয়ে যায়।
পারলাম না তোমায় জড়াতে
ভালোবাসার মায়ায় ,
তাইতো ইচ্ছে গুলো উড়িয়ে দিলাম
নিকোটিনের ধোঁয়ায়।
deplorable quotes in bengali
না কোনো অভিযোগ নেই
না আছে কোনো অভিমান
ভালোবাসাটা আজও আছে
আড়ালে ঠিক আগের মতন।
ব্রেকআপ স্ট্যাটাস বাংলা । ভালোবসার বিচ্ছেদের উক্তি | Break Up Sad Status Bangla
Sad quotes in bengali
তুমি যদি ভেবে থাকো যে তুমি তাকে ছাড়া বাঁচবে না তাহলে তুমি ভুল সময় সব শিখিয়ে দেবে
ততক্ষন একজন মানুষ আপনাকে
মনে রাখবে যতক্ষন তার আপনাকে
প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে
আপনার গুরুত্ত্বটাই হারিয়ে যাবে।
ভালোবাসি এখনো তুমি আছো বলে,
এস.এম.এস. করি এখনো তুমি পড়বে বলে, ,, ,
আশায় আছি এখনো তোমায় পাবো বলে, ,, ,
অপেক্ষায় আছি এখনো, ,, তুমি ফিরে আসবে বলে।
ভালোবাসার মানুষগুলো এতো ভালো কেনো হয়, যে
কিছু চাওয়ার আগেই দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা দিয়ে যায়।
সুখ নামে ছোটো নৌকাতে আমি দুঃখের মাঝি,
আমার দূঃখের ভাগ নিতে কেউ হয় না রাজি,
এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা,
শান্ত নদীর মাঝে আজও রয়েছি আমি একা।
যে মানুষ হাজার হাজার কষ্টের মাঝেও তার
প্রিয় মানুষ টিকে সারাজীবন মনে রাখতে পারে,
সে সত্যিকারের অর্থে ঐ প্রিয় মানুষটিকে খুব
ভালোবাসে ও তাকে কখনো মন থেকে ভুলতে পারে না ।
যদি জানতাম তোমার কষ্টের কারণ হবো আমি,
তোমার এক ফোটা অশ্রূর কারণ হবো আমি,
তবে সত্যি বলছি তোমার জীবনে আসতাম না কোনোদিনও,
শুধু দূর থেকে ভালোবেসে যেতাম।
মনে রাখবেন এই দুনিয়াতে কেউ আপন নয় প্রয়োজন ফুরিয়ে গেলে আপনিও হারিয়ে যাবেন
Sad quotes in bengali
আমিও খারাপ কোনো একজনের গল্পে।
নিজেকে চেনার জন্য কখনো কখনো একা থাকাই প্রয়োজন
কখনোই ভাবিনি যে তুমি আমায় এভাবে ছেড়ে যাবে তবু আমি তোমায় মন থেকে আজও ভালোবাসি
so, these are the complete collection of very very sad bengali condition for girlfriend, Heart breaking বাংলা sad whatsapp স্ট্যাটাস, কষ্টের স্ট্যাটাস, ডিপ্রেশন ক্যাপশন বাংলা, হার্ট টাচিং বাংলা ইমোশনাল ক্যাপশন। I hope you have enjoyed those above Sad quotes in bengali and bengali sad status, quotes about love and life. Share it with your friends syndicate and special person through Facebook and Whatsapp. Thanks for visiting us. Keep visiting if any farther updates on Bangla deplorable quotes and bengali sad status .