ভালোবেসেছি, জানো না তুমি
আলতো ‘ বিষাদ ছোয়া ’
একলা রাতে আমায় কাঁদাক
তোমার স্মৃতির হওয়া ।
কখনো কখনো বিষঘ্নতার ছোয়াই_
চারিপাশটা অন্ধকার মেঘে ঢেকে যায়
তুমি একটু আলো নিয়ে আসবে বলে ,
আজও তার প্রতিক্ষায় ! !
একবার আয়নার দিকে তাকিয়ে দেখো
তুমি তোমার প্রতিদ্বন্দ্বীকে দেখতে পাবে
প্রতিটা Excuse me শব্দের পিছনে
‘ এই বাল সামনে থেকে সরে ‘ কথাটি
লুকিয়ে থাকে।
সব নিয়ন্ত্রণকে গুড়িয়ে দাও, দাঁড়িয়ে থাকো
সবার থেকে পৃথক ভাবে, নিজের মস্তিষ্কের নয়
শুধু গুরুত্ব দাও নিজের মনকে
অবশেষে তুমি আকাশের চাঁদ হয়েই রইলে
আর আমি ? আমি কথিত সেই বামুন
চাঁদে হাত বাড়াতে বড়াবড়ই যার মানা ।
তুমি রাত জেগে কি করো ?
মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস দেখি
আর লাইক, কমেন্ট react দিয়ে পাশে থাকি ।
ভুলতে পারি তোমায় দেখে দুঃখ গুলো সব
তুমি আমার মনের মানুষ হৃদয়ের অনুভব
বুকের ভিতর প্রতিটি প্রহর থাকে শুধু একটি আশা
আর কিছু নাপাই তোমাকে কাছে চায় এক জীবনের ভালোবাসা ,
প্রথমত চা চাই দ্বিতীয়ত চা চাই
আর সবশেষে আমি চা চাই ।
সব ফুলে যেমন হোয়না পূজা
সব মন তেমন যাইনা বোঝা
ভুলের কলি দিয়ে শুরু জীবন আমার
পেতে গিয়ে তোমাকে হারিয়েছি বার বার
নিঃস্ব করেছি আমি আজ নিজেকে
দিন রাত্রি নিশি ভেবে তোমাকে ,
আচ্ছা, প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি ?
কাউকে দেখে ভালোলাগা টা হলো প্রেম
আর তাকে ভুলতে না পারাটা হলো ভালোবাসা
নিজের অন্দর মহলের সুন্দরতা খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবহন করে
নিজেকে সুন্দর করে তুলতে
প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে
পার্থক্য করতে শেখো .
ল্যাদ খাওয়া হলো, সব খারাপ অভ্যাসদের মা !
আর বড়রা শিখিয়েছে মায়েদের সম্মান
করতে তাই আমি সম্মান করি
প্রথমত চা চাই
দ্বিতীয়ত চা চাই
আর সবশেষে আমি চা চাই ।
আবেগগুলো অসম্পূর্ণই থাক
কারণ আমি মধ্যবিত্ত ।
সারাদিন সবাই ভালো থাকার অভিনয় করে যায়
মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায় ।
তুমিও দেখোনা ফিরে
আমিও লোকাই ব্যথা হেসে ,
আমাদের চাওয়া, পাওয়া বেঁচে আছে
বোবা এস এম এসে ।
স্বপ্নে যে তুমি জীবনে যে তুমি
তুমি আমার চিরসাথী
ব্যাকুল মনের খাতায় আমি
তোমার ছবি আঁকি
পূর্ণিমা রাতে চাঁদের মতো
জোছনা হয়ে থাকো
সূর্যের মতো আলো দিয়ে
আমার জীবন ভরে থাকো
জীবনটা এক যুদ্ধক্ষেত্র
চড়াই, উতরাই থাকবেই
সব কিছু পেরিয়ে গেলে
তবে তো জিত আসবেই ।
চলুন, পৃথিবীকে একটা সুযোগ দিন
আপনাকে আপনার
কাজের জন্য মনে রাখার ..
Smile দ্বিতীয় স্থানে থাকা এমন এক জাদু
যেটা তুমি তোমার ঠোঁটের সাথে করতে পারো
যখন কেউ আমাকে তার position দেখায়
আমি সেটা দারুন ভাবে injoy করি ,
কারণ, বোঝা যায় যে আমাকে মুগ্ধ করার জন্য তাদের এই প্রয়াস।
আর এটাই আমার attitude .
ভালো থাকুক ভালোবাসা
অন্য কারোর ভালোবাসায় ।
নাওনা আমাকে তুমি আপন করে
রাখোনা আমাকে তোমার মনের ঘরে
কাটেনা সময় আমার কিছুতেই তুমি ছাড়া
তুমি বিনা পৃথিবী লাগে আজ দিশেহারা ,
চোখের তারাই নিয়ে সুখের অনেক স্বপ্ন
বইবো প্রেমের তরী হয়ে দুজনে মগ্ন ,
সকলে বরং রঙিন দেখুক
হৃদয়ে থাক না ক্ষত, আগুন দিলেই পুরবো
নাহয় রংমশালের মতো ।
আমি অতি সুন্দর না যে নিজেকে নিয়ে অহংকার করবো
তবে আমি আমার মনের দিক দিয়ে মহান যা আমার গর্ব।
কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা
জলছবি আর আঁকবে না
জমানো অনেক গল্প ছিলো
থাক ! তুমি বুঝবে না ।
নিশিদিন খুঁজে বেড়াও মনের মতো মানুষ
উড়বে বলে আগুন খোঁজে
শান্ত একটা ফানুস ।
প্রকৃত পুরুষ তো সে
যে সুযোগ পেলেই নারী শরীর
ছুঁয়ে দেখার চেয়ে
নারীর সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসে ।
পাখি কখনও বাতাসের দিক পরিবর্তন করতে পারে না ,
কিন্তু পাখনার সাহায্যে সহজেই সে তার দিশা পরিবর্তন করতে সক্ষম।
দুঃখগুলো মুছে দেবো সুরের মূর্ছনায়
সারাটি জনম রেখগো আমায়
তোমার মনের মন পিঞ্জারায় ।
আচ্ছা, প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি ?
কাউকে দেখে ভালোলাগা টা হলো প্রেম
আর তাকে ভুলতে না পারাটা হলো ভালোবাসা
ছায়া হয়ে মায়া হয়ে তোমার কাছে রবো
ভালোবাসার দুঃখ সুখে তোমাতে হারাবো
দুজনাতে গড়বো ছোটো ছোটো সুখের আশা
নাম তার রেখে দেবো অন্তরের ভালোবাসা
কি অদ্ভুত তাইনা ?
প্রেমও তার সাথেই হয়
যে আমাদের কপালে নেই ।
তুমি রাত জেগে কি করো ?
মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস দেখি
আর লাইক, কমেন্ট react দিয়ে পাশে থাকি ।
ভালোবাসাও একটা বাচ্চার মতো
যার চোখ আছে, হাত আছে
অনুভূতি আছে । আছে একটা নামও ,
আর নামটা হলো, আদর ।
কখনও যদি তোমার পৃথিবী হারিয়ে ফেলে তার সীমানা
শূন্যতা এসে বুকে বাঁধে বাসা আঁধারে ঢেকে যায় জোছনা
আমি হবো তোমার সেই পথে আলো দেখানোর দিশারী
আরামের বৃষ্টি, হেডফোনে সুন্দর গান
সাথে কারেন্ট অফ
প্রতিদিনের জীবনে ছোট্ট একটু মন ভালো করা ..
নানা রঙের কতো মানুষ আছে এই দুনিয়ায়
কে আসল কে নকল বোঝা বড়ো দায়
দূরের আকাশ খোঁজে মেঘের মায়া
রোদের দুপুর খোঁজে শান্ত ছায়া
আমার দুচোখ খোঁজে তোমাকে
ছিলে তুমি থাকবে শুধু আমার এই বুকে ,
তোমাকে ছেড়ে কোনো সুখ চাইনা আমি
আমার প্রাণের চেয়ে তুমি বেশি দামি ,
ডিনার করেছো ?
হ্যা কি খেয়েছো ?কেন তোদের বাড়িতে রান্না হয়নি ?
লোকের বাড়ির হাড়ির খবর নেয়া কি ধরনের স্বভাব ?