
Bengali best raw 2021 caption for fb displaced person, bengali captions for facebook profile mental picture, bengali subtitle for instagram, bengali caption for movie, bengali subtitle for fb displaced person, bengali caption for facebook fb displaced person, bengali subtitle for best acquaintance, bengali captions line for fb love, bengali captions for fb profile movie, bengali photograph caption facebook instagram .
2021 Bengali Caption For fb dp instagram
1. যে সম্পর্কের মধ্যে জিজ্ঞাসা থাকে না সে সম্পর্ক বেশি নিবিড় হয় না,
2. প্রত্যেক মানুষের একটা নিজস্ব পৃথিবী রয়েছে, আর সেখানে কেউ সুখী আর কেউ অসুখী ,
3. জীবনে কিছু পেতে হলে উদ্দেশ্যকে পরিবর্তন না করে উপায়টি পরিবর্ত করা প্রয়োজন ,
4. দুঃখ কারোর একার নয়, কোনো না কোনো ভাবে পৃথিবীর প্রত্যেকটি মানুষ দুঃখী ,
5. মানুষ রূপের মানুষ গুলো দেখতে ভারী মিষ্টি, মনে মনে লুকিয়ে রাখে অজানা সব সৃষ্টি, হতে পারে সেটি ভালো আবার কখনো খারাপ ,
6. জীবন হলো বইয়ের সেই একটি পৃষ্ঠা, যেটা কখনো কেউ পড়েনি ,
7. বেশির ভাগ ক্ষেত্রে মানুষের প্রতি মানুষের কদর বারে মৃত্যুর পর ,
8. জীবনে দুই ধরনের ব্যাক্তি অসফল রয়ে যায়, যে শুধু ভাবতে থাকে কিন্তু করে উঠতে পারেনা আর দ্বিতীয় যে কোনো কাজ হটাৎ করে শুরু করে দেয় ভালো মন্দের বিচার না করে ,
9. অপরের থেকে সাহায্য নিয়ে নিজে ঋণী হতে চাইনা, অপরকে সাহায্য করে তাদের ঋণী করতে চাই ,
10. আমার Fb visibility এ কিছু খুঁজো না, এখানে কিছু পাবে না, আমাকে বুঝতে হলে অন্তরে প্রবেশ করতে হবে, fb শুধু একট যোগাযোগের মাধ্যম মাত্র ,
Bengali caption for facebook profile picture
11. হয়তো আমি অনেক সুন্দর না, তবে আমার একটা সুন্দর মন আছে, যেটা কেবল একটা সুন্দর মনের মানুষই অনুভব করতে পারবে,
12. আমার মনটা সবসময় অসম্ভব চঞ্চল থাকে, তবে আমি মানুষটা ভীষণ ধীর এবং একনিষ্ঠ ,
13. আমি অনেক কিছু ভাবতে পারি যেটা তোমার ভাবনার বাইরে ,
14. সম্পর্ক সবার সাথে রাখতে চাই কিন্তু আশা কারোর করিনা ,
15. বেঁচে থাকার দুটি সঠিক উপায় হলো যেটা তোমার পছন্দ সেটা অর্জন করো আর দ্বিতীয় যেটা তোমার না সেটাকে বর্জন করো।
16. যেটা চেয়েছি সেটা পাওয়া আমার সফলতা, আর যা হারিয়ে ফেলেছি সেটা আমার শিক্ষা ,
17. তোমার মধ্যে কিছু করার সঠিক ইচ্ছে থাকলে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়।
18. কঠিন পরিস্থিতি আমি রাস্তা পরিবর্তন করিনা, বরং আমি নিজেই নিজের একটা নতুন পথ তৈরি করে নিই।
19. আমি হেরে যেতে কোনো ভয় করিনা কারণ আমার মধ্যে সবসময় জেতার শক্তি বসাবস করে।
Bangla caption fb dp instagram facebook profile
20. আমি পেন্সিল নয় যে তোমার ভাগ্য লিখে দেবো, কিন্তু জ্যামিতি বক্সে পরে থাকা ছোট্ট রাবার হয়ে দুঃখ গুলোকে মুছে দিতে পারবো।
21. এমন ধনী ব্যাক্তি হওয়া উচিত যে পৃথবীর সব চয়ে কমদামের জিনিস গুলো যখন ইচ্ছে তখন কিনতে পারো, আর এমন গরীব হওয়া উচিৎ পৃথিবীর এমন কোন ধনী ব্যাক্তি নেই যে তোমাকে কিনতে পারে।
22. আমি পৃথিবীর মধ্যে এমন এক গরীব ব্যাক্তি, যাকে কেনার ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির নেই ;
23. যা হারিয়েছি তা নিয়ে ভাবিনা আর যা পেয়েছি সেটা হারাতে চাই না ,
24. আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি তাদের ভাবনাকে নিয়ে কখনো ভাবিনা ,
25. জীবন গতিশীল কোনো কারণেই এটি থেমে থাকে না, দুঃখ বেদনা মন অভিমান কান্না হাসি সবকিছুকে উপেক্ষা করে ঠিক এগিয়ে চলে তার মতো করে ,
26. কারোর কারণে যদি কনো সমস্যা আসে তাহলে তাকে ক্ষমা করে দিন, জীবন থেকে সমস্যা আপনা থেকেই চলে যাবে ,
27. আমি মানুষের আচরণ দেখে মানুষকে সম্মান করি, তাতে তার বয়স কম হোক বা বেশী কিছু যায় আসে না ,
28. সুন্দর মুহূর্ত গুলো কখনো অপেক্ষা করে না, তাই সুন্দর মুহূর্তের প্রতিটি সেকেন্ডকে উপভোগ করে নিতে হয় ,
29. নিজের অভ্যন্তরীণ সৌন্দর্যই হলো একজন মানুষের অগ্রগতির প্রধান অঙ্গ ,
30. ভালোবাসো আর অবজ্ঞা করো এতে আমার কিছু যায় আসে না, আমি আমার মতো করে থাকতে শিখে গেছি ,
31. যে খুশির কারণ তাকে ভুলে যাওয়া যায়, কিন্তু যার কারণে মনে দুঃখের জন্ম নেয় তাকে কখনও ভোলা সম্ভব যায় না ,
32. কিছু নতুন পাওয়ার আশায় পুরানো কে কখনও ভুলে যেওনা ,
33. ভালোবাসা আর দূরত্বের মাঝে অনেক কথা থেকে যায়, যা সবসময় বলা হয়ে ওঠেনা ,
Facebook photo caption bangla
34. হৃদয় দিয়ে যা দেয়া যায় তা হাত দিয়ে দেয়া যায় না, যেকথা মন থেকে বলা যায় তা শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব হয় না,
35. সত্যিকার প্রেম কখনো পরীক্ষা নেয়না অপেক্ষা করে ,
36. যেদিন থেকে তুমি নিজেকে নিজের হাসির কারণ করে তুলতে পারবে, সেদিন থেকে আর তোমাকে কেউ কাদতে পারবেনা
37. নিজের উপর আত্মবিশ্বাস থাকলে অহংকার করার প্রয়োজন পড়েনা ,
38. আমরা অন্যকে নিয়ে ভাবতে ভাবতে নিজের কথা ভুলেই যাই ,
39. মানুষ প্রতিমুহূর্তে, প্রতিদিন এবং প্রতিনিয়ত হারে অন্যের কাছে নাহলে নিজের কাছে ,
40. সুন্দরের কিছু পেতে হলে নিজের হৃদয়কে প্রথম সুন্দর করে তুলতে হবে ,
41. পয়সা আর বয়স নিয়ে কখনো অহংকার করা উচিৎ নয়, কারণ যে জিনিস গোনা যায় সেসব জিনিস একসময় সমাপ্ত হয়ে যায় ,
42. বিশ্বাস, ভরসা, ধৈর্য এগুলো কখনো আমাদের ছেড়ে চলে যায়না আমরাই এগুলোকে ছেড়ে দেই ,
43. সেই সব মানুষই বেশিরভাগ সময় একাকী জীবন বয়ে বেড়ায়, যারা সবসময় সঠিক সিদ্ধান্তের উপর অনর থাকে ,
44. কেউ যদি বিশ্বাস ভেঙে দেয় তাকে ধন্যবাদ জানাও কারণ সে শিখিয়ে দেয় অনেক বুঝেশুনে মানুষকে বিশ্বাস করতে হয় ,
45. যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে সেই একদিন চোখ খুলে দেবে ,
46. পৃথিবীর একটা আজব শব্দ হলো good-for-nothing, মানুষ বললে ঝগড়া শেষ, repair বললে মানুষ শেষ ,
47. একা চলতে ভালো লাগে, কেউ পিছন থেকে তারা করেনা, আবার কাউকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় না ,
48. যার সফলতাকে শেষ করা যায়না, তার বদনাম শুরু করা যায় ,
49. যে তোমাকে সত্যিই চাইবে সে তোমার থেকে কিছুই চাইবেনা ,
50. জানি সবাই খারাপ কিন্তু তোমাকে ভালো হতে কে বাঁধা দেয় ,
Caption for fb insta bangla
51. পৃথিবীতে সৎ মনের মানুষ গুলো বেশি প্রতারিত হয় কারণ তারা সবাইকে সৎ মনে করে,
52. যেখানে তোমার সম্মান নেই সেখানে যাওয়া ত্যাগ করো দাও, সেটা হাতে পারে কারোর বাড়ি বা কারোর মন ,
53. যে মানুষ মনের দিক থেকে সুন্দর তাকে ভালোবাসো, চোখ সেতো কিছু বোঝে না এই পৃথিবীর সব কিছুই তার কাছে সুন্দর লাগে ,
54. একে অপরের প্রতি মান-সম্মানের দায়িত্ব দুজনেরই সমান থাকা দরকার ,
55. ভালই হয়েছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, নাহলে আমি আমার ঘর ছাড়বো বলে ঠিক করে ফেলেছিলাম ,
56. যেদিন থেকে তুমি তোমার নিজের কাছে খুশির কারণ হবে, সেদিন থেকে আর তোমাকে কেউ কাদাতে পারবে না।
57. সম্মান এমন একটা জিনিস যেটা শুধুমাত্র সম্মানীয় ব্যাক্তিরাই দিয়ে পারে ,
58. আনন্দের কোনো জায়গায় আর যেতে ইচ্ছে করেনা, জীবন থেকে আনন্দ হারিয়ে গেছে ,
59. আমি চমৎকার জীবন আশা করিনা, শুধু জীবনে পাওয়া প্রতিটি অভিজ্ঞতা যেনো শ্রেষ্ট হয় ;
60. চুপ থাকতে ভালোবাসি কারণ নীরবে নিজেকে খুজে পাই ,
61. অনেকের সাথে নতুন সম্পর্ক তৈরি করা কোনো বড়ো ব্যাপার নয়, এক জনের সাথে পুরানো সম্পর্ককে টিকিয়ে রাখাটাই আসল কথা।
Best Bengali captions for instagram
62. ৯৯% মানুষের দুঃখের কারণ হলো তাদের আপন জন,
63. কারোর বোঝা হয়ে না থেকে প্রত্যেকের প্রয়োজনীয় পাত্র হিসাবে নিজেকে রাখো,
64. কোনো একজন ব্যাক্তির কাছ থেকে দ্বিতীয় বার ভুল শিক্ষা পাওয়ার কারণ হলো, ভুল তার নয় ভুল তোমার ,
65. কেউ এটা ভাবেনা তুমি তার জন্য কতোটা খুশি সবসময় সে এটা ভাবে তুমি তাকে কতোটা খুশি রাখতে পারবে ,
66. সুন্দর পোষাক আর সুন্দর চেহারায় মানুষের সত্যিকার রূপ প্রকাশ পায় না, এক মাত্র সময় একদিন বলতে পারবে সেই মানুষটা কতোটা সত্য ,
67. যতদিন নিজের সমস্যার কারণ অন্যকে দায়ী করা হয় ততদিন জীবন থেকে সমস্যা দুর করা সম্ভব নয় ,
68. ক্ষমা যত খুশি করে দাও কিন্তু বিশ্বাস একবারই করো ,
69. জীবনে চলার পথ সেদিন শেষ হয়ে যায় যেদিন পা নয় হৃদয় ক্লান্ত হয়ে পড়ে ,
70. আমি তোমাকে নয় তোমার দেয়া কথা গুলোকে কে ঘ্রেনা করি ,
71. এতো মানুষের ভিড়েও মাঝে মাঝে নিজেকে একা মনে হয় ,
Bangla new dp caption for instagram
72. আমার কোনো বয়স নেই, নেই আমার কোনো মাপ-পরিধি, আমি হলাম চির অমর, আমার কোনো মৃত্যু নেই, যা আমি যুগ যুগ ধরে মানুষের প্রাণে জাগিয়ে যাচ্ছি নব-প্রেরণার সঞ্চার, আমি সেই চির সত্য অম্লান ভালোবাসা, আমি প্রেম.
73. ভালোবাসা জীবনের থেকে অনেক বড়ো, মানুষ হারিয়ে গেলেও তার রেখে যাওয়া ভালোবাসা ঠিক থেকে যায় মনের মনি কোঠায় ,
74. ভালোবাসা হলো আত্মার শোভা, অপরের প্রতি আচরণই একটি মানুষের চরিত্র ঠিক করে দেয় ,
75. একটু হাসি দুটি মানুষের মধ্যে প্রাণবন্ত দূরত্ব ,
76. তুমি আমার স্বপ্ন তাই আমি আর স্বপ্ন দেখতে চাই না ,
77. ভালোবাসা একটা মাত্র শব্দ যা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ,
78. চোখ বন্ধ করলেই তোমাকে খুঁজে পাই আমার অনুভবে, আর চোখ মেলে যখন তাকাই গোটা প্রকৃতি জুড়ে শুধু তুমিই বিরাজ করো ,
79. যতোই চেষ্টা করি তোমাকে ভুলে যাবো পারিনা, তোমার ভালোবাসার অদ্ভুত ক্ষমতা আমাকে আরোও কাছে টানে ,
80. তুমি যখন আমাকে বিরক্ত করো তখন আমার আরও বেশী ভালো লাগে ,
81. তুমি পৃথিবী ছাড়ার একদিন আগে আমি যেনো পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, যাতে আমাকে এই পৃথিবীতে একা থাকতে না হয় ,
Attitude caption for fb in Bengali
You can use these best Bengali attitude unretentive caption on your all social media profiles. As like Instagram, Facebook, Pinterest, Twitter, linkedin .
82. মনে সত্যিকার ভালোবাসা জন্মনিলে তা প্রকাশ করার প্রয়োজন হয় না, দুটি হৃদয় আপনা থেকেই অনুভব করতে পারে,
83. মৃত্যু তো মানুষের আত্মার হয় ভালোবাসার মৃত্যু কোনদিন হয় না ,
84. আমার আমিকে আমি এখনো চিনতে পারিনি।
85. অপরকে ছোটো করার আগে নিজেকে বড় বলে প্রমাণিত করে দেখাও।
86. আমি অনেকটা সাধারণ তাই চাওয়া পাওয়া গুলো সবই সাধারণ
87. বেঁচে থাকার আসল আনন্দ তখন পাওয়া যায় যখন শত্রুরাও তোমার সঙ্গে হাত মেলানোর জন্য মরিয়া হয়ে ওঠে।
89. সহজ সরল হতে অনেক কষ্ট করতে হবে, তাই সহজ হতে পারিনি।
90. আমি তাকে পছন্দ করি যে আমাকে ঘৃণা করে।
91. মানুষের মধ্যে বেঁচে আছি এখনো তাই আমিও মানুষ।
92. মানুষ মুখে বলে এক কথা আর হৃদয়ে থাকে অন্য কিছু।
93. আমাকে সবার ভালো মনে করার প্রয়োজন নেই, কেউ যদি আমাকে খারাপ না বলে তাহলে আমার খারাপ দিকটা আমি জানবো কি করে ?
94. শৈশব থেকেই ইচ্ছে ছিলো ভালো একজন হবো, কিন্তু কি করবো শৈশব এখন শেষ হয়েগেছে তাই ভালো মানুষ হওয়া হোলনা।
95. মানছি আমার মধ্য অনেক ত্রুটি আছে, কিন্তু একটা মানুষও নেই ! যে ভুল গুলো ঠিক করবে ! আশ্চর্য।
96. নিজেকে নিয়ে এতো বেশি গর্ব করার মতো কিছু নেই এই পৃথিবীতে, কারণ সবার মৃত্যু অনিবার্য।
Short facebook caption bangla
97. এই পৃথিবীর সব কিছুই পৃথিবীর প্রয়োজনের জন্যই তৈরী হয়েছে, তাই আমিও ব্যতিক্রম কিছু নই।
98. সম্পর্ক সময় এবং অবস্থার সাথে সাথে বদলাতে থাকে, যখন তোমার কোনো কথা হয় আমি তখন কথাই বদলে দিই।
99. সব কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করা মানে, নিজেকে অসুখী করে তোলা।
100. সকলের মতো ভিড়ের মধ্যে দাড়িয়ে থেকে দেখা আমার কোনো উদ্দেশ্য নেই। কেননা ভিড় যার জন্য জমেছে আমি সেটা হতে চাই।
101. আমি আমার ভুলের জন্য খুবই লজ্জিত, কারণ ভুলেই গিয়েছিলাম তুমি একজন মূর্খ।
102. বিনা মূল্যে কোনো কিছুই হয়না জীবনে সাকসেস হতে হলে সুখ, দুঃখ, কষ্ট, বেদনা অনেক কিছুর সঙ্গে চুক্তি ও মধ্যস্থতা করতে হবে।
103. কিছু মানুষ আছেন যারা শুধু আগুনের তাপেই জ্বলেনা, তারা আমার attitude দেখেই জ্বলে ওঠে।
104. আমার কোনো প্রিয় বন্ধু নেই, আমি যেখানেই যাই সবাই আমায় আপন করে নিতে চায়।
105. কাদা মাটির প্রলেপ দিয়ে তৈরী আমার মন, তাই এই মন বুঝতে হলে তোমাকে বৃষ্টি হতে হবে।
Latest Caption for fb in bengali
106. জীবনকে বদলে দেয়ার জন্য একটি মানুষই যথেষ্ঠ ,
107. কতো জন আমাকে বিশ্বাস করলো আর কতো জন আমাকে অবিশ্বাস করলো তা আমি ভাবিনা, কারণ আমার নিজের আমার বিশ্বাস আছে
108. কেউ একজন আমাকে বললো, তোমার মত অনেক আছে তোমাকে আমার প্রয়োজন নেই, আমি জিজ্ঞাসা করলাম আমার মতোই কেনো লাগবে ?
109. যে আমার নিন্দা করে করুক, কারণ এরকম ছোট কাজ কেবল নিন্দা মানুষেরাই করে ;
110. Captions দেয়ার কোনো প্রয়োজনই নেই কারণ আমার DP দেখেই অনেকের BP হাই হয়ে যায়
111. পেছুনে কে কি বললো তাতে কিছু যায় আসেনা, সামনে কারোর কিছু বলবার সাহস নেই এটাই আমার জন্য অনেক ;
112. এই জীবন Attitude আর EGO এর জন্য খুবই ছোট, তবু এগুলো জীবনে বেশি প্রাধান্য পায় ,
• Sukh kebol manuser vromoner upay matro, eti kokhinoi gronttobyo noy .
• Jibon theke sundor muhurto guloke hariye na fele eguloke abiskar korte shikhun .
• Achha Manuski sottiei bachar jonnyoi morte chai .
• Jokhon swarthe aghat lage. Valobasay Anubhuti, abeg, maya, momota sobkichu sosta hoye jay .
• Sikkha sudhu boi theke noi, asol sikkha hand sekhe kichu somporko argon jibon theke .
• Tokhon selenium amar kache ase, jokhon ami are onno karor hote chaina .
Best caption for profile picture
• ❝ Odhikar, choritro ar somman niye jokhon prosno othe sekhane ohonkari hoa swabhabik, ❞
• Khusi vagye thakte barge, photote to sobaike hasi khusi dekhay ,
• Jar hridoy joto boro mariner bedona toto boro ,
• Valobasao eksomoy biroti chay, aro besi kore valobasake bojhar jonno, pochonder manustike chine neyar jonno .
• Sobaike khusi rakhar manusgulo eksomoy nijei osukhi hoye pore ,
• Tarai besi dukho pai jara sobsomoy oporke sukhi rakhar chesta persephone .
• Sotti kotha bola hand gulo mithyar bisoye na janleo, mithya kotha bola lokguo sotti bisoye sob jane .
• Jara ekakitter mane bojhe tara sobsomoy oprer jonno prostut thake .
• Ajob ei prohibir hand kotha ke dhore rekhe manuske chere dite whittle .
• Je tomar sathe kotha bolo tie bondho persephone debe, selenium tomake niye onyo karor sathe kota bolbe.
Read More:
New Bangla Attitude Facebook Status 2021
Facebook Comment Bangla New Cool Photo