Home / Best Whatsapp Status / Lovely status bangla romantic status bangla bangla romantic sondo
hera is some adorable condition romanticist status bengali and love condition bengali with images. All bengali amatory samarium kobita written by adept poet and some is collected from different sources. These Bangla amatory sms kobita you can share with your girlfriend or boyfriend. She will be most happy is you share these romantic and cute love samarium kobita. Bangla romantic samarium kobita is best option of all lover besides to all people. We have posted adorable status bengali for who want to share some romantic moment with lover. Bangla valentines day sms

Lovely status bangla :

kichu somoy ase hariye jabar,
abar kichu somoy ase khuje niye dhore rakhbar,
kokhono somoy ase buje nebar, bujiye debar,
kichu somoy ase somoyke kaje lagabar !

কিছু সময় আসে হারিয়ে যাবার
আবার কিছু সময় আসে খুঁজে নিয়ে ধরে রাখবার
কখনো সময় আসে বুঝে নেবার, বুঝিয়ে দেবার,
কিছু সময় আসে সময়কে কাজে লাগাবার ।
Sudhu tumi acho tai, ami kotha khuje pai,
Dur hote ami tai, tomay dekhe jai,
tumi ektu hasho tai,
Aami chander misty alo pai.
শুধু তুমি আছো তাই আমি কথা খুঁজে পাই
দূর হতে আমি তাই তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই-
আমি চাঁদের মিষ্টি আলো পাই ।
Bangla love poem sms
cadke bole ektu alo dite pari tomay,
sei alote dekhe nio poran vore amay,
batas hoye uriye nebo megheri upore,
sondha hole pouche debo tomar apon ghore.
চাঁদকে বলে একটু আলো দিতে পারি তোমায়
সেই আলোতে দেখে নিও পরান ভরে আমায়
বাতাস হয়ে উড়িয়ে নেবো মেঘেরই উপরে
সন্ধ্যা হলে পৌঁছে দেবো তোমার আপন ঘরে ।
Hajar Tara chaina ami, ekta chad chai,
Hajar ful chaina ami, ekti golap chai.
Hajar jonom chai na ami, ekta jonom chai,
Sei jonome jeno shudhu tomay ami phai !
হাজার তাঁরা চাই না আমি, একটা চাঁদ চাই
হাজার ফুল চাই না আমি, একটি গোলাপ চাই
হাজার জনম চাই না আমি, একটা জনম চাই-
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই ।
megher hate ekti chithi pathiye dilam aj,
bondhu achi onek dure hate onek kaj,
bristy tumi ekti bar janiye dio take,
bondhu tomar pasei achi, hajar kajer fake,
মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ
বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে-
বন্ধু তোমার পাসেই আছি, হাজার কাজের ফাকে ।
Tumi amar rongin shpno, shilpir ronge chobi.
Tumi amar chader alo, sokal belar robi.
Tumi amar nodir maje ekti matro kul.
Tumi amar valobashar sheuli bokul full.
তুমি আমার রঙ্গিন স্বপ্ন, শিল্পির রঙে ছবি
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কূল
তুমি আমার ভালোবাসার শেউলি বকুল ফুল ।
Bangla romantic sms kobita

tomay jodi na pai ei jiboner tore ,
ei jibon jabe mor adhare adhare,
alo tumi mor noyoner maje,
ontorer manush tumi ei premer duniyate,
asha tumi mor jiboner tore,
valobashar ghor banabo tomar moner maje.
তোমায় যদি না পাই আমি এই জীবনের তরে
এই জীবন যাবে মোর আধারে আধারে
আলো তুমি মোর নয়নের মাঝে
অন্তরের মানুষ তুমি এই প্রেমের দুনিয়াতে
আশা তুমি মোর জীবনের তরে
ভালোবাসার ঘর বানাবো তোমার মনের মাঝে ।

Bengali valobashar message:

Din jay din ase, somoyer srote vese,
Keu kade keu hashe, tate ki jay ashe ,
khuje dekhio ashe pashe,
Keu tomay tar jiboner cheye beshi valobashe.
দিন যায় দিন আসে সময়ের স্রোতে ভেসে
কেউ কাঁদে কাউ হাঁসে তাতে কি যায় আসে
খুঁজে দেখো আসে পাশে-
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশী ভালোবাসে ।
Dukkho ache mone mone,
bolbo ami kar shone,
shunar moto manush nai,
tai nijer kosto nijei pai,
jedin pabo tar dekha,
bolbo amar moner sob kotha,….
দুঃখ আছে মনে মনে
বলবো আমি কার সনে
শোনার মত মানুষ নাই
তাই নিজের কষ্ট নিজেই পাই
যেদিন পাবো তার দেখা
বলবো আমার মনের সব কথা ।
Ami holam akash, kosto amar megh.
Joshna amar abeg, bristy amar kanna,.
rod amar hashi, ki korle bujhbe……
bondhu tomay ami koto valobashi ?
আমি হলাম আকাশ কষ্ট আমার মেঘ
জ্যোৎস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না
রোদ আমার হাসি, কি করলে বুঝবে —
বন্ধু তোমায় আমি কত ভালোবাসি ?
lovely status bangla
Tumi bristy vejha paye samne ele mone hoy,
akasher buke jeno jol chobi eke jay !
Tumi Hashle bujhi mone hoy,
Shopno akashe pakhi dana mele dey….
তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়
আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায়
তুমি হাসলে বুঝি মনে হয়
স্বপ্ন আকাশ পাখি ডানা মেলে দেয় ।
Tomar jonno megh gulo veshe jacche akashe,
Tomar jonno sopno ghuri urche vese batashe,
Tomar jonno ache amar buk vora valobsha,
Ei kotha jane sudhu amar bidhata.
তোমার জন্য মেঘ গুলো ভেসে যাচ্ছে আকাশে
তোমার জন্য স্বপ্ন ঘুড়ি উড়ছে ভেসে বাতাসে
তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা
এই কথা জানে শুধু আমার বিধাতা ।
jibonta dhoro sagor, amar ridoy tar teer.
bondhu holo sagorer dheu. tomar sagore onek dheu thkte pare,
tobe bepar holo sobgulo dheu ki teer sporsho korte pare ?
জীবনটা ধর সাগর আমার হৃদয় তার তীর
বন্ধু হলো সাগরের ঢেউ, তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে,
তবে বেপার হলো সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে ?
Fuler proyojon surjer alo,
vorer proyojon shishir,
ar amar proyojon tumi,
ami tomake valobashi.
ফুলের প্রয়োজন সূর্যের আলো
ভোরের প্রয়োজন শিশির
আর আমার প্রয়োজন তুমি
আমি তোমাকে ভালোবাসি ।

Janina valobasar alada alada niyom ache kina,
tobe ami kon niyome tomake valo besechi tao janina.
shudhu eituku jani ami tomake onek onek valobashi.
জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা
তবে আমি কোন নিয়মে তোমাকে ভালবাসেছি তাও জানিনা
শুধু এইতুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ।